পাহাড়ে ‘গোলাগুলি’, হতাহতের খবর

পার্বত্য জেলা রাঙামাটির রাজস্থলী উপজেলায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির খবর পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

ফজলে এলাহী রাঙামাটিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2022, 09:45 AM
Updated : 22 March 2022, 10:24 AM

মঙ্গলবার সকালে উপজেলার গান্দা ইউনিয়নে গোলাগুলির ওই ঘটনায় হতাহতের গুঞ্জন থাকলেও পুলিশ তা নিশ্চিত করতে পরেনি। 

রাঙামাটির পুলিশ সুপার মীর মোদাছছের হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোলাগুলির একটি সংবাদ আমরা পেয়েছি। খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী ওই এলাকার উদ্দেশে রওনা হয়েছে। তারা না পৌঁছানো অবধি কিছু বলতে পারছি না।

হতাহতের ব্যাপারে জানতে চাইলে জেলা পুলিশের প্রধান বলেন, “আমরা তিনজন নিহতের কথা শুনেছি। তবে আমাদের সদস্যরা না পৌঁছানো পর্যন্ত নিশ্চিত হতে পারছি না। আগে নিশ্চিত হই, তারপর আপনাদের জানাব।”

এলাকাটি দুর্গম হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সেখানে পৌঁছাতে কিছুটা সময় লাগবে বলে জানান পুলিশ সুপার।  

পুলিশ কিছু নিশ্চিত না করলেও গাছপালা দিয়ে ঘেরা নির্জন বনের মত একটি জায়গায় পড়ে থাকা মরদেহ, রক্ত ও অস্ত্রের ছবি স্থানীয়ভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেককে শেয়ার করতে দেখা যাচ্ছে। 

স্থানীয় গণমাধ্যমকর্মীরাও সেই ছবি দেখেছেন। তবে ছবিগুলো কোথাকার বা কাদের সে বিষয়ে কেউ সুনির্দিষ্ট কিছু বলতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম স্বাধীনভাবে ছবিগুলোর সত্যতা যাচাই করতে পারেনি।