সোমবার সকাল পৌনে ১০টার দিকে বরগুনা-পুরাকাটা সড়কে সদর উপজেলার ইটবাড়িয়ার মস্তুকটানা এলাকায় মেয়রের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে বলে সদর থানার ওসি আলী আহম্মেদ জানান।
তিনি আরও বলেন, “আহতাবস্থায় মেয়রকে উদ্ধার করে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।”
মেয়রের সঙ্গে আরও দুজন আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান চিকিৎসক।
দুর্ঘটনার শিকার গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
পায়রা নদীর তীরে এক হাজার একর জমিতে গড়ে তোলা আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির এ বিদ্যুৎকেন্দ্র উৎপাদন ক্ষমতার দিক দিয়ে বর্তমানে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র।
কর্মকর্তারা বলছেন, এ তাপবিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ২০ হাজার কোটি টাকা। আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে এ ধরনের বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বাংলাদেশ বিশ্বের ত্রয়োদশ এবং এশিয়ায় সপ্তম দেশ। দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ ছাড়া শুধু ভারতে এ ধরনের একটি বিদ্যুৎকেন্দ্র রয়েছে।