যশোরে সড়কে ঝরল তিন প্রাণ

যশোরে সদর ও বাঘারপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2022, 08:23 AM
Updated : 20 March 2022, 08:23 AM

রোববার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় সদর উপজেলায় দুজন এবং বাঘারপাড়া উপজেলায় একজনের মৃত্যু হয় বলে কোতোয়ালী থানার ওসি তাজুল ইসলাম জানান।

নিহতরা হলেন- সদর উপজেলার ঘুনি গ্রামের সাইফুর রহমান (৬০) ও মনজেল মজুমদার (৫৫) এবং বাঘারপাড়া উপজেলার মাঝিয়ালি গ্রামের রণজিৎ সরকার (৬৫)।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি তাজুল বলেন, সাইফুর ও মনজেল সকাল সাড়ে ৯টার দিকে এক মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। যশোর-খুলনা মহাসড়কে সদর উপজেলার পদ্মবিলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে সাইফুর ও মনজেল গুরুতর আহত হয়। তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক জসিম উদ্দিন মৃত ঘোষণা করেন।

নিহত সাইফুরের ভাইপো আসাদুজ্জামান জানান, “আহত অবস্থায় আমরা দুজনকে হাসপাতালে আনি। সেখানে ভর্তির কিছুক্ষণ পর তারা মারা যান।”

এদিকে রোববার সকালে সাড়ে ৯টার দিকে যশোর-মাগুরা সড়কে বাঘারপাড়া উপজেলার খাজুরা ভাটার আমতলায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত হন রণজিৎ। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি তাজুল বলেন, তিনটি লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।