নাটোরে তরুণীকে উত্ত্যক্ত করায় ৩ জনের বিরুদ্ধে মামলা

নাটোরে তরুণীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মা ও মামাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2022, 05:50 PM
Updated : 19 March 2022, 05:50 PM

ঘটনার পর শনিবার বেলা ১২টার দিকে তরুণী মামা নলডাঙ্গা থানায় মামলা করেন বলে জানান থানার ওসি শফিকুল ইসলাম।

আসামিরা হলেন সদর উপজেলার মাছদিঘা গ্রামের মোস্তফার ছেলে বাবু (২২), স্বপন পাঠানের ছেলে স্বাধীন (২৩) ও ইছাহাকের ছেলে আমান আলী (২৩)।

ওসি শফিকুল মামলার নথির বরাতে জানান, ওই এলাকার এক তরুণী কয়েক দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে আসেন। শুক্রবার বিকালে ছোট ছেলেমেয়েদের নিয়ে রাস্তার পাশে ব্যাটমিন্টন খেলছিলেন তরুণী। এ সময় পাশের গ্রামের তিন তরুণ তাকে উত্ত্যক্ত করেন। প্রতিবাদ করলে তিনজন মিলে তরুণীর বাবা, মামা ও মাকে পিটিয়ে আহত করেন বলে অভিযোগ করা হয় মামলায়।

বাবাকে প্রাথমিক চিকিৎসা আর মামাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় জানিযে ওসি বলেন, এ ঘটনায় শনিবার দুপুরে তরুণীর মামা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে পুলিশ এখনও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি বলে তিনি জানান।