কুষ্টিয়ার সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ ফেরত

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত কুষ্টিয়ার যুবকের লাশ ১৫ দিন পর ফেরত পাওয়া গেছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2022, 04:54 PM
Updated : 19 March 2022, 04:54 PM

বিজিবি ৪৭ ব্যাটালিয়নের প্রাগপুর কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার নায়েক সুবেদার আমজাদ হোসেন জানান, শনিবার বিকেলে পতাকা বৈঠক শেষে বিএসএফ লাশ ফেরত দেয়। পরে নিহত লিটন বিশ্বাসের লাশ তার ছোট ভাই শিপন বিশ্বাসের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

গত ৫ মার্চ রাতে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে ৩২ বছরের লিটন বিশ্বাস নিহত হন।

লিটন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া গ্রামের আকবর আলী বিশ্বাসের ছেলে।

এলাকাবাসী জানান, লিটন বিশ্বাসসহ একদল লোক গত ৫ মার্চ রাতে ভারতে প্রবেশ করেন। এ সময় বিএসএফের গুলিতে তিনি নিহত হন। তার সঙ্গীরা পালিয়ে এলেও বিএসএফ লিটন বিশ্বাসের লাশ উদ্ধার করে হোগলবাড়িয়া থানায় দেয়। হোগলবাড়িয়া থানার পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগর হাসপাতাল মর্গে পাঠায়।

আইনি প্রক্রিয়া শেষে বিএসএফ লাশ ফেরত দেয় বলে জানান বিজিবি সদস্যরা।