‘রাতভর জমির মাটি কাটে, না করলে মারতে আসে’
মানিকগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Mar 2022 07:47 PM BdST Updated: 19 Mar 2022 07:47 PM BdST
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ও চালা ইউনিয়নে ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে ক্ষমতাসীন দলের নেতাদের বিরুদ্ধে।
এ ছাড়া গাড়িতে করে এসব মাটি পরিবহনের ফলে সড়ক ও বসতবাড়িও ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে অভিযোগ করে উপজেলা প্রশাসনের কাছে ৯ মার্চ লিখিত দেওয়া হয়েছে।
স্থানীয় রজ্জব আলী, আমেনা বেগম, মোশাররফ ও আলেনা বেগমের দেওয়া অভিযোগে বলা হয়, রামকৃষ্ণপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর নয়াকান্দি এলাকায় দুই মাস ধরে ফসলি জমির মাটি কেটে বিক্রি করছেন গালা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দুলাল সূত্রধর। মাটি পরিবহনের ফলে গত বছর সংস্কার করা রামকৃষ্ণপুর থেকে নয়াকান্দি পর্যন্ত সড়ক বেহাল হয়ে পড়েছে।

আবু তালেবের স্ত্রী আমেনা বলেন, “সারারাত মাটি কাটার মেশিন ও গাড়ির শব্দে প্রায় দুই মাস ধরে ঘুমাতে পারি না। আমার বাড়িঘর নষ্ট হচ্ছে। মাটি কাটতে নিষেধ করলে লোকজন নিয়ে মারধর করতে আসে, হুমকি দেয়।
“স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. কামাল হোসেন ও দুলাল সূত্রধর আমার উঠানের ওপর দিয়ে মাটি নিচ্ছেন”, বলেন আমেনা।
এ ব্যাপারে জানতে চাইলে কামাল হোসেন বলেন, “আমি ফসলি জমির মাটি কাটার বিরোধী। আমি মাটির ব্যবসা করি কেউ প্রমাণ দিতে পারবে না। আমার বিরোধী পক্ষ ষড়যন্ত্র করছে।”

রামকৃষ্ণপুর ছাড়াও চালা ইউনিয়নের উত্তর মেরুন্ডি এলাকায় ফসলি জমির মাটি কাটার অভিযোগ উঠেছে ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রবিউল ইসলাম রবি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান ফিরোজ ও সহসভাপতি আমিনুল ইসলাম আরোজের বিরুদ্ধে।
মুঠোফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মাটি কাটার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন ইউপি সদস্য রবিউল ইসলাম রবি।
অপরদিকে চালা ইউনিয়নের কচুয়া এলাকায় নবনির্বাচিত চেয়ারম্যান কাজী আব্দুল মজিদের ভাই কাজী বাদল ও চালা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মিলনের বিরুদ্ধে ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগ উঠেছে।

সাখাওয়াত হোসেন মিলনও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মাটি কাটায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তবে চালা ইউপি চেয়ারম্যান কাজী আব্দুল মজিদ বিষয়টি অস্বীকার করেন।
ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধে কয়েকবার ঘটনাস্থলে অভিযানে গিয়েছেন জানিয়ে হরিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া বলেন, “আমরা কয়েকবার স্পটে গিয়েছি। কিন্তু কাউকে উপস্থিত পাইনি।”
মাটি কাটা রোধে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

-
খুলনা-ঢাকা রুটের ট্রেনে যাত্রী কমেছে, ঈদে নেই বিশেষ ট্রেন
-
বরিশালে স্বেচ্ছাসেবক লীগ নেতার দুই হাতের রগ কর্তন
-
উৎপলের ভাইদের এখন আশুলিয়ায় ফিরতেও ভয়
-
খুলে গেল নলকা সেতুর দ্বিতীয় লেইনও
-
দিনাজপুরে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১৪ লাখ টাকা চুরি
-
পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ারে এবার পিকআপের ধাক্কা
-
আশুলিয়ায় পোশাকশ্রমিককে ‘রড দিয়ে পিটিয়ে হত্যা’
-
ফরিদপুরে ‘স্বামীকে বেঁধে ইউপি সদস্যকে দলবেঁধে ধর্ষণ’
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার