রংপুরে ৪৮ বছর বয়সী ব্যক্তিকে ধর্ষণের অভিযোগে এসআই প্রত্যাহার
রংপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Mar 2022 05:24 PM BdST Updated: 18 Mar 2022 05:24 PM BdST
রংপুরের পীরাগাছা থানার এসআই স্বপন কুমার রায়কে ৪৮ বছর বয়সী এক ভ্যানচালককে ধর্ষণের অভিযোগে প্রত্যাহার করা হয়েছে।
প্রত্যাহার করে তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে পীরগাছা থানার ওসি সরেস চন্দ্র জানিয়েছেন।
‘ধর্ষণের শিকার’ ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, এসআই স্বপনের স্ত্রী অন্তঃসত্ত্বা হয়ে কয়েক সপ্তাহ আগে বাবার বাড়িতে গেছেন। উপজেলার কলেজপাড়া সংলগ্ন এলাকায় এসআই স্বপনের ভাড়া বাসায় অন্য কেউ ছিল না। এই সুযোগে বুধবার রাতে পীরগাছা ইউনিয়নের ৪৮ বছর বয়সী এক ভ্যানচালককে বাসায় ডেকে নেন এসআই স্বপন। পরে স্বপন তাকে অচেতন করে ধর্ষণ করেন বলে অভিযোগ।
বৃহস্পতিবার সকালে ওই ব্যক্তি পালিয়ে বাড়ি যান। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া শুক্রবার সকালে এসআই স্বপনের বাসা থেকে অন্নদানগর ইউনিয়নের আরও এক ব্যক্তিকে (৫৫) পুলিশ উদ্ধার করেছে বলে পুলিশ সদস্যরা জানিয়েছেন।
ওসি সরেসচন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক ব্যক্তিকে বলাৎকারের অভিযোগ পেয়ে স্বপন কুমার রায়কে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।”
তবে এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি বলে জানান ওসি সরেসচন্দ্র।
-
খুলনা-ঢাকা রুটের ট্রেনে যাত্রী কমেছে, ঈদে নেই বিশেষ ট্রেন
-
বরিশালে স্বেচ্ছাসেবক লীগ নেতার দুই হাতের রগ কর্তন
-
উৎপলের ভাইদের এখন আশুলিয়ায় ফিরতেও ভয়
-
খুলে গেল নলকা সেতুর দ্বিতীয় লেইনও
-
দিনাজপুরে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১৪ লাখ টাকা চুরি
-
পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ারে এবার পিকআপের ধাক্কা
-
আশুলিয়ায় পোশাকশ্রমিককে ‘রড দিয়ে পিটিয়ে হত্যা’
-
ফরিদপুরে ‘স্বামীকে বেঁধে ইউপি সদস্যকে দলবেঁধে ধর্ষণ’
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার