আশুলিয়ায় বিএনপির সাবেক এমপিসহ ১২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
সাভার প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Mar 2022 05:45 PM BdST Updated: 17 Mar 2022 05:45 PM BdST
ঢাকার আশুলিয়ায় নাকশকতার পরিকল্পনা ও পুলিশের ওপর হামলার অভিযোগে জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ দেওয়ান মো. সালাউদ্দিন বাবুসহ ১২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলার আগে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে বলে আশুলিয়া থানার এসআই সুব্রত রায় জানিয়েছেন।
তিনি বলেন, “বুধবার দুপুরে আশুলিয়ার ঘুঘুদিয়া এলাকায় নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার জন্য সালাউদ্দিন বাবুর নেতৃত্বে সমবেত হয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়।

ফাইল ছবি
পরে তিনি বাদী হয়ে মামলা করেন বলে জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন ঘুঘুদিয়া গ্রামের মো. নবী হোসেনের ছেলে শাহিন মিয়া (২৪), মোসলেম উদ্দিনের ছেলে মো. সোহান (২০), মো. জজ আলীর ছেলে মো. মালেক (৩৫) ও শেহের আলীর ছেলে মো. জসিম (৪৮)।
পলাতক আসামিরা হলেন জিরাবো এলাকার দেওয়ান ইদ্রিসের ছেলে ঢাকা জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ দেওয়ান মো. সলাউদ্দিন বাবু (৬০), আব্দুল মালেকের ছেলে সোবাহান ও জহিরুল, রফিক মাব্বরের ছেলে হাবিবুর রহমান (৪২), চাকল গ্রামের আবদুল্লাহের ছেলে আ. সালাম ( ৫০), তালেবর প্রামানিকের ছেলে আব্দুল হাই আবু তারু মাদবর (৫৮), পানধোয়া গ্রামের আতাউর রহমানের ছেলে কাজিম উদ্দিন (৪৫) ও গোকুলনগর গ্রামের ইয়াজ উদ্দিনের ছেলে আজিজুল হক আয়জল (৫৮)।
গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এসআই সুব্রত রায়।
-
‘সাড়ে ৫ কোটি টাকার’ ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ যুবক আটক
-
আমদানির খবরে ফরিদপুরে পেঁয়াজের দরপতন
-
ঈদযাত্রার পথে মা-মেয়ের মৃত্যু, বাবা-ছেলে হাসপাতালে
-
‘ঈদ মৌসুমে এত কম সময়ে আসা যাবে, ভাবতেই পারিনি’
-
কুমিল্লায় জামায়াতের কাউন্সিলরকে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ
-
বন্যা: নেত্রকোণায় ডায়রিয়া আক্রান্ত ঘণ্টায় ৩ জনের বেশি
-
কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যায় মামলা
-
রাজশাহীতে রেল কর্মচারীকে ‘কুপিয়ে হত্যা’র অভিযোগ
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- ‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ