দিনাজপুরে ‘জনতার ধাওয়ায়’ মারা গেল নীলগাই

দিনাজপুরে একটি নীলগাই স্থানীয়দের ‘ধাওয়ায় অসুস্থ’ হয়ে মারা গেছে, যেটা সীমান্ত পেরিয়ে এসেছে বলে বন বিভাগ জানিয়েছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2022, 11:21 AM
Updated : 17 March 2022, 11:24 AM

বুধবার বিকালে বিরল উপজেলার কামদেবপুর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

দিনাজপুর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা বশিরুল আল মামুন বলেন, সীমান্ত পেরিয়ে একটি নীলগাই বিরলের কামদেবপুর এলাকায় প্রবেশ করে। এ সময় স্থানীয়রা প্রাণীটিকে ধরার জন্য বিভিন্ন দিক থেকে ধাওয়া করে।

“বন বিভাগের পক্ষ থেকে প্রাণীটিকে ধাওয়া না দেওয়ার জন্য মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলেও কেউ কর্ণপাত করেনি। পরে অসুস্থ অবস্থায় নীলগাইটিকে আটক করে।”

ফাইল ছবি

এই বন কর্মকর্তা আরও বলেন, সীমান্ত এলাকা হওয়ায় বিজিবি সদস্যরা অসুস্থ হয়ে পড়া প্রাণীটিকে ক্যাম্পে নিয়ে যান। সেখানে নীলগাইটি মারা যায়।

“ধাওয়ার কারণে হার্ট অ্যাটাকে এই নীলগাইটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”