টাঙ্গাইলে ১৩ কিলোমিটার অংশে যান চলাচলে ধীরগতি

বঙ্গবন্ধু সেতুতে পৃথক দুর্ঘটনায় টাঙ্গাইলের ১৩ কিলোমিটার অংশে আট ঘণ্টা তীব্র যানজটের পর গাড়ি চলাচল করছে ধীরগতিতে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2022, 07:32 AM
Updated : 17 March 2022, 08:38 AM
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, টাঙ্গাইলে এলেঙ্গার পুংলী থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় পর্যন্ত ১৩ কিলোমিটার অংশে ৮ ঘণ্টার বেশি সময় তীব্র যানজটের পর বৃহ্স্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। তবে গাড়ি চলাচলে ধীরগতি রয়েছে।   

তিনি বলেন, বুধবার রাত সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জের সীমানায় ১৫ নম্বর পিলারের কাছে উত্তরবঙ্গগামী লেনে একটি মালবাহী ট্রাক উল্টে যায়। এ সময় সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেলে গাড়ির জট তৈরি হয়। ওই পরিস্থিতি সামাল দেওয়ার মধ্যেই বৃহস্পতিবার সকালে ৭টার দিকে সেতুর পূর্বপাড়ের টোল প্লাজার সামনে একটি যাত্রীবাহী বাস ও দুটি ট্রাকের ধাক্কা লাগে। এতে তীব্র যানজট বেঁধে যায়।