চা শ্রমিকরা তাদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে কর্মবিরতি পালন করছেন।
তিনি বলেন, বুধবার রাত সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জের সীমানায় ১৫ নম্বর পিলারের কাছে উত্তরবঙ্গগামী লেনে একটি মালবাহী ট্রাক উল্টে যায়। এ সময় সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেলে গাড়ির জট তৈরি হয়। ওই পরিস্থিতি সামাল দেওয়ার মধ্যেই বৃহস্পতিবার সকালে ৭টার দিকে সেতুর পূর্বপাড়ের টোল প্লাজার সামনে একটি যাত্রীবাহী বাস ও দুটি ট্রাকের ধাক্কা লাগে। এতে তীব্র যানজট বেঁধে যায়।