বাসে আগুন: খাগড়াছড়ির দীঘিনালার সঙ্গে যান চলাচল বন্ধ

বাসে আগুন দেওয়ায় খাগড়াছড়ির দীঘিনালার সঙ্গে দূরপাল্লার সব যান চলাচল বন্ধ রয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2022, 02:43 PM
Updated : 16 March 2022, 02:43 PM

মঙ্গলবার বাবুছড়া থেকে ঢাকাগামী শান্তি পরিবহনের একটি বাস দীঘিনালা ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুরঘাট এলাকায় আগুনে পুড়িয়ে দেওয়ায় বাস বন্ধ রয়েছে বলে পরিবহন শ্রমিকরা জানিয়েছেন।

শান্তি পরিবহনের রাঙামাটির অফিস সহকারী সুমন দেবনাথ বলেন, বাস পুড়িয়ে দেওয়ায় তাদের ৩০ লাখ টাকার ক্ষতি হয়। তাছাড়া এ কারণে চালকরা আতঙ্কে রয়েছেন। তাই তারা বুধবার সকাল থেকে দীঘিনালা উপজেলার সঙ্গে অন্যান্য জেলায় সব ধরনের পণ্যবাহী এবং যাত্রীবাহি যান চলাচল বন্ধ রেখেছেন।

বাসটি কারা পুড়িয়েছে তা এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ।

খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ বলেন, “দীঘিনালায় গাড়ি পোড়ানোর ঘটনায় আমরা কোনো ক্লু পাইনি। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পক্ষও এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি।”

তবে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য পুলিশ তৎপর রয়েছে বলে তিনি জানান।