মঙ্গলবার রাতে ওই মেয়ে থানায় মামলা করার পরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে ভৈরব থানার ওসি মো. গোলাম মোস্তফা জানান।
গ্রেপ্তার রুবেল মিয়া (৩৫) উপজেলার শিবপুর ইউনিয়নের জামালপুরের আব্দুর রউফের ছেলে।
বুধবার তাকে কিশোরগঞ্জ জেলা আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার বরাতে ওসি বলেন, মেয়েটির (১৭) বাবা তার মাকে তালাক দিলে তিনি (মা) রুবেল মিয়াকে বিয়ে করেন। বিয়ের পর মা ও মেয়ে জামালপুরে রুবেল মিয়ার বাড়িতে থাকতেন।
“বৃহস্পতিবার সকালে তার মা বাড়ির বাইরে থাকার সময় মেয়েকে ধর্ষণ করেন রুবেল। পরে মেয়েটি তার মাকে ঘটনাটি জানান।”
মেয়েটি থানায় অভিযোগ দেওয়ার তিন ঘণ্টার মধ্যে রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) আব্দুল আলিম জানান, দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে আসামির পক্ষে জামিন আবেদন করা হয়। বিচারক পার্থ ভদ্র জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানের আদেশ দেন।