ঝিনাইদহে দুই গুদামে ৬৫ হাজার লিটার তেল মজুত, জরিমানা আদায়

ঝিনাইদহের শৈলকুপায় দুই ব্যবসায়ীর গুদামে ৬৫ হাজার লিটার সয়াবিন তেল মজুত করায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2022, 04:36 PM
Updated : 15 March 2022, 04:36 PM

পরে তাদের এই তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির পরামর্শ করতে বলা হয়। 

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শৈলকুপা শহরের কবিরপুরে এ অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পার্থ প্রতীম শীলের ভ্রাম্যমাণ আদালত।

পার্থ প্রতীম শীল জানান, কবিরপুরের শংকর কুমার কুন্ডুর গুদামে অভিযান চালিয়ে পাওয়া যায় প্রায় তিন শত ব্যারেল [৬১ হাজার লিটারের বেশি] সয়াবিন তেল মজুত পাওয়া যায়। তাকে ২০ হাজার টাকা জমিমানা করা হয়েছে।

আপর ব্যবসায়ী রাজ কুন্ডুর গুদামে ২০ ব্যারেল [চার হাজার ৮০ লিটার] তেল মজুত পাওয়া যায়; তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়, বলেন তিনি।

এসব তেল মজুত করে চড়া দামে তারা বিক্রি করা হচ্ছিল বলে এই ম্যাজিস্ট্রেট জানান।

শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা লিজা জানান, মজুত এ তেল তিন দিনের মধ্যে সরকার নির্ধারিত দামে বিক্রি করতে ব্যবসায়ীদের বলা হয়েছে।