দীঘিনালায় যাত্রী নামিয়ে বাসে অগ্নিসংযোগ 

খাগড়াছড়ির দীঘিনালায় চলন্ত একটি বাসের যাত্রী নামিয়ে জ্বালিয়ে দিয়েছে একদল লোক।  

খাগড়াছড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2022, 02:32 PM
Updated : 15 March 2022, 02:32 PM

মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলার দীঘিনালা ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুরঘাট এলাকায় ‘শান্তি পরিবহনের’ একটি বাসে অগ্নিসংযোগ করা হয়।

দীঘিনালা ফায়ার সার্ভিস আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কারা এই আগুন দিয়ে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরে-নবী জানান, ‘শান্তি পরিবহনের’ একটি বাসে আগুন লাগার খবর শুনে তারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে যান এবং আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

খাগড়াছড়ি শান্তি পরিবহনের অফিস সহকারী সুমন দেবনাথ বলেন, শান্তি পরিবহনের বাসটি বাবুছড়া বাজার থেকে ঢাকা যাচ্ছিল। দীঘিনালা ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুরঘাট এলাকায় গেলে একদল লোক বাসটি আটকে যাত্রীদের নামিয়ে তাতে আগুন দেয়।

“এতে কোনো যাত্রী হতাহত না হলেও গাড়িটি আগুনে পুড়ে যাওয়ায় অন্তত ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”

খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ বলেন, “বাসে আগুন দেওয়ার বিষয়টি এখনও শুনানি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পুলিশ সক্রিয় রয়েছে।”

দীঘিনালা ইউপি চেয়ারম্যান প্রজ্ঞান জ্যোতি চাকমা বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আগুনে পুড়ছে একটি বাস। কারা এ ঘটনা ঘটিয়েছে তা বলতে পারছি না।”