ফেনীতে স্ত্রী হত্যার ১০ বছর পর স্বামীর ফাঁসির রায়

ফেনীতে ১০ বছর আগে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড হয়েছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2022, 12:26 PM
Updated : 15 March 2022, 12:26 PM

মঙ্গলবার ফেনীর অতিরিক্ত দায়রা জজ মো. কায়সার মোশাররফ ইউসুফ আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডিত আবদুল কাদের ওরফে জাকারিয়া ওরফে কাদের (৩৮) ফেনীর ফুলগাজী উপজেলার খাজুরিয়া গ্রামের মমহাজ উদ্দিনের ছেলে।

মৃত্যুদণ্ডের পাশাপাশি তার ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

আদালতের অ্যাসিস্টেন্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি) দ্বিজেন্দ্র কুমার কংশ বনিক জানান, ২০১২ সালের ৫ জানুয়ারি রাতে ফুলগাজীর খাজুরিয়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে বিয়ের দেড় বছরের মাথায় স্ত্রীকে (২০) শ্বাসরোধে হত্যা করেন স্বামী আবদুল কাদের ওরফে জাকারিয়া ওরফে কাদের।

মামলার বরাতে এপিপি বলেন, হত্যার পর স্ত্রী অজ্ঞান হয়েছে বলে স্বামী হইচই শুরু করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষাণা করেন এবং লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপতাল মর্গে পাঠান।

তিনি জানান, ঘটনার পরদিন [৬ জানুয়ারি] ফুলগাজী থানায় অপমৃত্যুর মামলা দায়ের করে পুলিশ। তবে ময়নাতদন্তে হত্যার আলামত পাওয়ায় ওই বছরের ১৫ মার্চ নিহত গৃহবধূর মা বাদী হয়ে মেয়ের জামাই আবদুল কাদের ওরফে জাকারিয়া ওরফে কাদেরকে একমাত্র আসামি করে ফুলগাজী থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ফুলগাজী থানার ততকালীন এসআই আবুল মঞ্জুর ২০১২ সালের ২ জুন একমাত্র আসামি কাদেরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ওই বছরের ৯ অক্টোবর মামলার বিচারকাজ শুরু হয়।

বিচারকালে ১৩ জন সাক্ষীর মধ্যে আদালত আট জন সাক্ষ্য গ্রহণ করেছে।