সাতক্ষীরায় শিশুর চোখে কুপিয়ে নির্যাতন, মামি আটক

সাতক্ষীরায় পাঁচ বছরের এক শিশুর চোখে কুপিয়ে নির্যাতনের অভিযোগে তার মামিকে আটক করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2022, 04:24 PM
Updated : 14 March 2022, 04:24 PM

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান জানান, সোমবার বিকেলে তারা আলিফ হোসেন ফারহান নামে এই শিশুকে নির্যাতনের খবর পাওয়ার পরপরই অভিযান চালিয়ে তার মামিকে আটক করেন।

ফারহান সদর উপজেলার চরবালিথা গ্রামের মঈনুদ্দীন সরদারের প্রথম পক্ষের ছেলে।

সোমবার বিকালে গ্রামের আশিকুজ্জামান নামে এক ব্যক্তি তাকে নদীর পাড় থেকে উদ্ধার করেন।

আশিকুজ্জামান বলেন, বিকালে তিনি এলাকার মরিচ্চাপ নদীর পাড় দিয়ে হাঁটছিলেন। এ সময় একটি শিশুকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। পরে চিৎ করে তাকে চিনতে পারেন।

“তার চোখ ধারালো কিছু দিয়ে খুঁচিয়ে উপড়ে ফেলা হয়েছে। আর ঠোঁট কেটে ক্ষত-বিক্ষত করা হয়েছে। শিশুটি বলেছে তার মামি তার এ অবস্থা করেছেন।”

শিশুটিকে তিনি তখনই সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান বলে জানান।

হাসপাতালের চিকিৎসক পারভীন আক্তার বলেন, “শিশুটির দুটো চোখই চূড়ান্ত খারাপ অবস্থায় আছে। তাছাড়া তার ঠোঁট, গলা ও গায়ের কয়েক জায়গায় ধারালো কোনো কিছু দিয়ে কাটা হয়েছে।”

প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

শিশুর বাবা মঈনুদ্দীন বলেন, তার প্রথম স্ত্রীর মৃত্যুর পর ফারহানকে চরবালিথা গ্রামে তার নানির কাছে রাখা হয়। সেখানেই তার ওপর এই নির্যাতন চালানো হয়।

তবে নির্যাতনের কারণ বলতে পারেননি তিনি।