সাতক্ষীরায় খুবি শিক্ষকের বিরুদ্ধে যৌতুক মামলার প্রতিবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌতুক মামলার প্রতিবাদ হয়েছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায়।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2022, 03:58 PM
Updated : 14 March 2022, 03:58 PM

উপজেলার তেঁতুলিয়া বাজার মোড়ে সোমবার দুপুরে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নেন বলে স্থানীয় বিটিজিআর হাইস্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মোস্তফা কামাল লাচ্চু জানান।

সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক সাধনচন্দ্র স্বর্ণকারের বিরুদ্ধে তার স্ত্রী যৌতুক মামলা দায়ের করেন।

সেই মামলায় আদালত তার বিরুদ্ধে সময় জারি করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খান গোলাম কুদ্দুস বলেন, গত ৩ মার্চ আদালত সমন জারি করলে তারা ঘটনা জানতে পারেন। তারপর নিয়ম অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

তবে সাধনের পরিবার ও এলাকাবাসী এই মামলাকে হয়রানিমূলক দাবি করেছেন।

মোস্তফা কামাল লাচ্চু বলেন, “সাধনকে তার বাবা-মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন করতে তার স্ত্রী এই হয়রানিমূলক মামলা দিয়েছেন। এ বিষয়ে সুষ্ঠু ও ন্যায়সঙ্গত তদন্ত দাবি করেছেন এলাকাবাসী।”

সাধন তেঁতুলিয়া গ্রামের যুগল কৃষ্ণের ছেলে।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন এলাকার সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য শহীদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সাধনের বড় ভাই মধুসূদন স্বর্ণকার যৌতুক মামলা সম্পর্কে বলেন, “সাধনের স্ত্রীর অভিযোগ সত্য না। সাধন কখনও তার স্ত্রীর কাছে যৌতুক দাবি করেননি।”