জামালপুরে দুই গুদামে মিলল ৮১ হাজার লিটার সয়াবিন, জরিমানা

জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধভাবে সয়াবিন তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2022, 08:29 AM
Updated : 14 March 2022, 08:29 AM

সোমবার সকালে মেলান্দহ বাজারে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সিরাজুল ইসলাম জানান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট গণমাধ্যমকে বলেন, জাতীয় গোয়েন্দা সংস্থা-এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে শহরের তপু এন্টারপ্রাইজ ও জননী তেল ভাণ্ডারে অভিযান চালানো হয়। এ সময় তপু এন্টারপ্রাইজে ৫৬ হাজার ১০০ লিটার ও  জননী তেল ভাণ্ডারে সাড়ে ২৫ হাজার লিটার সয়াবিন তেলের অবৈধ মজুদ পাওয়া যায়।

“এ কারণে তপু এন্টারপ্রাইজের মালিক প্রাণ কুমার সাহাকে ২০ হাজার টাকা এবং জননী তেল ভাণ্ডারের মালিক সিরাজুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।”

সিরাজুল ইসলাম বলেন, “ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে সারাদেশেই ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। কোনো কারসাজি বা পণ্যের অবৈধ মজুদের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালানো হবে।”