ধর্ষণের পর হত্যার দায়ে টাঙ্গাইলে যুবকের মৃত্যুদণ্ড

টাঙ্গাইলে শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে এক যুবকের মৃত্যুদণ্ডাদেশ ঘোষণা করেছে আদালত। 

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2022, 08:03 AM
Updated : 14 March 2022, 08:03 AM

সোমবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন বলে আদালত পরিদর্শক তানবীর আহমেদ জানান।

দণ্ডপ্রাপ্ত মো. মাজেদুর রহমান (২৬) সদর  উপজেলার মগড়া ইউনিয়নের মিরপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। 

মামলার বরাত দিয়ে আদালত পরিদর্শক বলেন, ২০২০ সালের ৯ অক্টোবর বিকালে মাজেদুর মেয়েটিকে ধর্ষণ করে। শিশুটি কাঁদতে কাঁদতে বিষয়টি পরিবারকে জানিয়ে দেওয়ার কথা বলে। তখন মাজেদুর ভয়ে মেয়েটিকে গলাটিপে ও আঘাত করে হত্যা করে। পরে পাশের একটি ঝোপে লাশ ফেলে দেয়। 

“শিশুটিকে সারাদিন খোঁজাখুঁজি করে তার বাবা-মা। সন্ধ্যার দিকে গ্রামের এক ছোট্ট শিশু জানায়, মাজেদুরের সঙ্গে মেয়েটিকে আখ বাগানে যেতে দেখেছে। পরে সেখান থেকে মেয়েটির লাশ উদ্ধার করা হয়।

রাতেই মেয়েটির বড় ভাই বাদী হয়ে মাজেদুরকে আসামি করে সদর থানায় মামলা করেন। মাজেদুর ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

রায় পেয়ে মামলার বাদী গণমাধ্যমকে বলেন, “আমি অনেকটাই সন্তুষ্ট এ রায়ে। দ্রুত এর কার্যকর হোক সেটাই এখন প্রত্যাশা আমাদের।” 

এ বিষয়ে নারী ও শিশু ট্রাইব্যুনালের বিশেষ পিপি আলী আহম্মেদ বলেন, দুই বছরের মাথায় এ ঘৃণিত অপরাধের রায় হয়েছে। আমরা রাষ্ট্রপক্ষ সন্তোষ্ট।