এ সময় বাসটিও পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। তবে তাতে বাসের কোনো যাত্রী আহত হননি।
রোববার রাত ১টার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বুড়াপীরের মাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান।
নিহত সজীব মিয়া (২২) উপজেলার দত্তপুর গ্রামের শাহাবউদ্দীনের ছেলে।
সোমবার ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাজারে ওরস চলাকালীন রাত ১২টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সমবয়সী কিছু যুবকের সঙ্গে সজীব ও তার সঙ্গীদের বিতণ্ডা হয়। পরে দুই পক্ষকে ডেকে বিষয়টি স্থানীয়রা মীমাংসা করে দেন।
“রাত ১টার দিকে মাজার থেকে বাড়ি ফেরার পথে প্রায় এক কিলোমিটার দূরে মাজার বাসস্ট্যান্ড এলাকায় সজীবকে ছুরিকাঘাত করা হয়। সঙ্গীরা তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করা হয়েছে।