বেতাগী থানার ওসি শাহআলম হাওলাদার জানান, শনিবার বেলা ১১টার দিকে উপজেলার মোকামিয়া ইউনিয়নের জোয়ার করুণা গ্রাম থেকে ওই দম্পতির লাশ উদ্ধার করেন তারা।
এরা হলেন- ওই এলাকার মনির হাওলাদারের ছেলে আসলাম হাওলাদার (২২) ও তার স্ত্রী তামান্না বেগমের (১৮)।
মনির বলেন, তার ছেলে আসলামের সঙ্গে প্রতিবেশী হিরু হাওলাদারের মেয়ে তামান্নার প্রেমের সম্পর্ক ছিল। এক বছর আগে তারা পরিবারের অমতে বিয়েও করে। তামান্নার পরিবার তাদের বিয়ে মেনে নেয়নি। তিনি চাকরির কারণে ঢাকায় থাকেন আর তার স্ত্রী শুক্রবার রাতে এক আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছিল।
“শুক্রবার রাতে আসলাম ও তামান্না দুজনই বাড়িতে ছিল। সকালে তারা ঘুম থেকে না ওঠায় প্রতিবেশীরা তাদের ডাকাডাকি শুরু করে। এক পর্যায়ে তাদের ঘরের পেছনের দরজার ছিটকানি খুলে দোতলায় এক শাড়িতে ফাঁস লাগানো অবস্থায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ দেখা যায়।”
হিরু হাওলাদার আসলাম ও তামান্নাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে মনিরের অভিযোগ।