মেলান্দহ উপজেলার শাহজাতপুর এলাকায় শুক্রবার দুপুরে তারা এই কর্মসূচি পালন করেন। প্রথমে তারা শাহজাতপুর গ্রামে জড় হন। সেখান থেকে বিক্ষোভ মিছিল থানার সামনে যায়।
মেলান্দহ থানার ওসি এম এম ময়নুল ইসলাম বলেন, “ধর্ষককে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিলে ক্ষুব্ধ এলাকাবাসী ফিরে যান।”
বৃহস্পতিবার বিকালে স্থানীয় মালঞ্চ এম এ গফুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির এই ছাত্রীর মৃত্যু হয়।
ছাত্রীর বাবার অভিযোগ, তার মেয়ে বৃহস্পতিবার বাড়ি থেকে স্কুলের উদ্দেশে বের হলে সাধুপুর কান্দারপাড়া গ্রামের খোকা মোল্লার ছেলে তামিম আহমেদ স্বপন (৩০) তাকে রাস্তা থেকে তুলে নিয়ে ঘরে আটকে রেখে ধর্ষণ করেন। বিকালে বাসায় ফিরে ঘরের দরজা বন্ধ করে দেয় তার মেয়ে। সন্ধ্যার পরও দরজা না খোলায় এবং কোনো সাড়া না পেয়ে তারা দেখতে পান সে ঘরের ধর্নায় ঝুলছে।
পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ছাত্রী বাবা বলেন, “লাশের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে তামিমের নাম উল্লেখ করে মেয়ে লিখেছে, অপমান সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে।”
এ ঘটনায় তিনি থানায় মামলা করলেও পুলিশ এখনও আসামিকে ধরতে পারেনি।
পুলিশ মামলার আসামি তামিম আহমেদ স্বপনকে গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানান ওসি ময়নুল ইসলাম।