ধুনটের ওই ছাত্রলীগ নেতা আরেক স্কুলছাত্রীকে অপহরণের মামলারও আসামি।
পাথরঘাটা থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার জানান, শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার লালদিয়ার চরে বিষখালী নদী থেকে সূর্য ঘোষের ভাসমান লাশ উদ্ধার করেন জেলেরা।
১৩ বছর বয়সী সূর্য কলেজ রোড এলাকার পীযূষ ঘোষের ছেলে ও সৃষ্টি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণীর ছাত্র ছিল।
লালদিয়ার চরের জেলে জামাল হোসেন ও আলতাফ হোসেন জানান, খুব সকালে তারা নদীতে জাল টানছিলেন। আকাশ পরিষ্কার হওয়ার পর মানুষের মতো কিছু ভাসতে দেখা যায়। পরে তারা জাল টানা বন্ধ করে কাছে গিয়ে লাশটি উদ্ধার করে তীরে নিয়ে আসে।
দুপুরের দিকে অনেকেই চরের পাশে নদীতে গোসল করতে নামে। এরপর সবাই গোসল করে ফিরলেও সূর্য ঘোষ নিখোঁজ ছিল।
সূর্য়ের বাবা প্রদীপ ঘোষের অভিযোগ, শিক্ষকদের গাফিলতিতে তার ছেলের মৃত্যু হয়েছে।