গাজীপুরে বেতনের দাবিতে সড়কে পোশাক শ্রমিকরা

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কাখানার শ্রমিকরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2022, 06:18 PM
Updated : 10 March 2022, 06:18 PM

শ্রীপুর পৌর এলাকার সিজি গার্মেন্টসের শ্রমিকরা বৃহস্পতিবার দুপুর ২টা থেকে অন্তত দুই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এ সময় মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে পুলিশের লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে।

শ্রমিক ও মালিক পক্ষের আলোচনায় ১৩ মার্চ বেতন পরিশোধ করা হবে বলে জানান শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার।

কারখানার শ্রমিক মাসুদ ও আলম বলেন, সিজি গার্মেন্টসে বেতন সঠিক সময়ে দেওয়া হয় না। ফেব্রুয়ারির বেতন মার্চ মাসের এক তারিখে পরিশোধ করা থাকলেও তা তিন তারিখে দেওয়া হবে বলে জানানো হয়।পরে তিন তারিখেও বেতন না দিয়ে তারা তা বারবার পরিবর্তন করে।

প্রতি মাসেই কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ না করে টালবাহানা করে বলে অভিযোগ এই পোশাক কর্মীর।

অপর শ্রমিক মাহমুদা বলেন, স্বামী-সন্তান ও সংসার নিয়ে এখানে ভাড়ায় থাকতে হয়। সঠিক সময়ে ঘর ভাড়া দিতে না পারলে বাড়িওয়ালা গালমন্দ করেন।

“মাস শেষে দোকানের বাকি পরিশোধ না করলে আমাদের নতুন করে বাকি দিতে চায় না। সঠিক সময়ে বেতন না পেলে আমাদের খেয়ে না খেয়ে থাকতে হয়।”

এ বিষয়ে গার্মেন্টসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কোনো কথা বলতে রাজি হননি।

পরিদর্শক গোলাম সারোয়ার বলেন, আলোচনার পরও শ্রমিকরা তা মেনে না নিয়ে সড়ক অবরোধ করে রাখে। এ সময় পুলিশ শ্রমিকদের সঙ্গে কথা বলতে চাইলে তারা উত্তেজিত হয়ে যায়।

“পরে লাঠিচার্জ করে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।”