সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচনে ভোটের বুথে হামলা

সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচনে ভোটের বুথে হামলা হয়েছে; পণ্ড হয়ে গেছে নির্বাচন।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2022, 01:34 PM
Updated : 10 March 2022, 01:34 PM

কয়েকজন আইনজীবী এই হামলা চালিয়েছেন বলে সমিতির প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা নুরুল আলম জানিয়েছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে  ভোট গ্রহণকালে হঠাৎ আইনজীবী রেজওয়ান উল্লাহ সবুজসহ কয়েকজন আইনজীবী এসে বুথে হামলা চালান। তারা ব্যালট পেপার ছিঁড়ে ফেলেন।

“হামলায় সমিতির সভাপতি প্রার্থী এম শাহআলমসহ কয়েকজন আহত হন। শাহআলমকে চিকিৎসা দেওয়া হয়।”

হামলার পর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি শান্ত করেন। তারা ভোট বন্ধ করে দেন। আর নির্বাচন সরঞ্জাম জেলা প্রশাসনের আয়ত্তে নেওয়া হয়।

রেজওয়ান উল্লাহ সবুজ সাতক্ষীরায় আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক।

অভিযোগ সম্পর্কে তিনি বলেন, “এই নির্বাচন বৈধ নয়।”

তিনি এর বেশি কিছু বলতে চাননি।

নির্বাচন কমিশনার ফাহিমুল হক কিসলু জানান, স্থানীয় সংসদ সদস্য, জেলা জজ, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে অবগত করেই এই ভোটের আয়োজন করা হয়। নির্বাচনে ১১টি পদের বিপরীতে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি প্রার্থী তিনজন আর সাধারণ সম্পাদক পদে ছিলেন চারজন।