বাগেরহাটে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন

বাগেরহাটের রামপাল উপজেলার এক গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2022, 12:38 PM
Updated : 9 March 2022, 12:38 PM

বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. নূরে আলম বুধবার আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে জানান পিপি রনজিত কুমার মন্ডল।

এ ছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানাও দিতে হবে, যা অনাদায়ে তাকে আরও এক বছর সশ্রম কারাভোগ করতে হবে।

দণ্ডিত এমদাদুল ওরফে ইমদাদ সরদার (২৮) জেলার রামপাল উপজেলার গৌরম্ভা গ্রামের মৃত রউফ সরদারের ছেলে।

মামলার বরাতে পিপি রনজিত কুমার মন্ডল বলেন, ২০১৬ সালের ২৩ এপ্রিল মোরেলগঞ্জ উপজেলার এই তরুণীর সঙ্গে ইমদাদের বিয়ে হয়। ইমদাদ বেকার থাকায় বিয়ের পর থেকে প্রায়ই স্ত্রীকে যৌতুকের জন্য নির্যাতন করতেন।

একই বছরের ২০ অগাস্ট ঘুমের মধ্যে ইমাদের স্ত্রী মারা যান বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও স্ত্রীর বাবার পরিবারকে ইমাদ জানান; চেয়ারম্যানের কাছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং একটি অপমৃত্যু মামলা করে, বলেন রনজিত।

একই বছরের ২২ নভেম্বর বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মেয়ের বাবা অভিযোগ দায়ের করেন। মোরেলগঞ্জ থানার তৎকালীন এসআই আব্দুর রহিম ২০১৭ সালের ১৬ এপ্রিল ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা দেন। এরপর ইমদাদকে গ্রেপ্তারের নির্দেশ দেয় আদালত।

মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন আবুল কালাম আজাদ।