কুড়িগ্রামে চালককে হত্যা করে মাইক্রোবাস ছিনতাই, ২ জনের যাবজ্জীবন
কুড়িগ্রাম প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Mar 2022 10:57 PM BdST Updated: 08 Mar 2022 10:57 PM BdST
কুড়িগ্রামে চালককে হত্যা করে মাইক্রোবাস ছিনতাইয়ের মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ মো.আব্দুল মান্নান মঙ্গলবার দুপুরে এ রায় দেন বলে জানান পিপি এস.এম. আব্রাহাম লিংকন।
সেই সঙ্গে প্রত্যেককে আরও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
দণ্ডিত মাহাম্মদ হোসেন ওরফে পারভেজ (২৭) রংপুর শহরের নিউ শালবন এলাকার মোস্তফা হোসেনের ছেলে এবং তৌহিদুল ইসলাম (৩২) রংপুরের মিঠাপুকুর উপজেলার শালটি গোপালপুরের মো. মোস্তফার ছেলে।
এজাহারের বরাতে পিপি বলেন, জামালপুরের ইসলামপুর উপজেলার শশারিয়ার খানপাড়ার বাদশা খানের ছেলে শহিদুর রহমান ঢাকার দক্ষিণখান মধ্যপাড়া জামতলা এলাকার তৈয়বুর রহমানের একটি মাইক্রোবাস চালাতেন।
২০০৯ সালের ২৯ জুন রংপুর যাওয়ার কথা বলে মাইক্রোবাস ভাড়া নিয়ে আসামিরা পথে চালক শহিদুরকে হত্যা করে উলিপুর উপজেলার কাজলডাঙ্গা এলাকায় মরদেহ ফেলে রাখে, বলেন আব্রাহাম লিংকন।
এদিকে ৩০ জুন রাতেই কুড়িগ্রাম হয়ে পালানোর সময় কলেজ মোড়ে সন্দেহভাজন রবিউল ইসলাম ও মাহাম্মদ হোসেন ওরফে পারভেজকে আটক করে পুলিশ। এসময় তৌহিদুল ইসলাম নামে অপর একজন পালিয়ে যান।
গাড়িতে থাকা শহিদুরের ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে নিহতের স্বজনেরা লাশ শনাক্ত করেন।
ওই বছরের পহেলা জুলাই নিহতের ভাই ছাইদুর রহমান খান তিন জনকে আসামি করে উলিপুর থানায় একটি মামলা দায়ের করেন।
আসামি রবিউল ইসলামের অপরাধ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়।
-
পদ্মা সেতুর নাট খোলা বাইজীদের জামিন নামঞ্জুর
-
পঞ্চগড়ে ১৮ লাখ টাকায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাস করানোর চুক্তি
-
‘ঈদ মৌসুমে এত কম সময়ে আসা যাবে, ভাবতেই পারিনি’
-
সাতক্ষীরায় স্কুলের গেট ভেঙে পড়ে শিশুর মৃত্যু
-
মোটরসাইকেল চালুর দাবিতে পদ্মা সেতুর টোল প্লাজায় মানববন্ধন
-
যশোরের সীমান্তে ১৮ কেজি রুপার অলংকার আটক
-
পঞ্চগড়ে চাহিদার দেড় গুণ পশু, বিক্রি নিয়ে শঙ্কা
-
মেয়াদোত্তীর্ণ টিকা দেওয়ার পর মরল ১৪০০ হাঁস
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- শাস্তি পেল বাংলাদেশ দল
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ
- ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের