‘বাড়ি ফিরে দেখি মাকে জবাই করে মেরে ফেলেছে বাবা’

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দায়ের কোপে এক গৃহবধূর মাথা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে; পলায়নকালে পুলিশ আটক করেছে তার স্বামীকে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2022, 12:33 PM
Updated : 8 March 2022, 12:33 PM

নিহত নাজমা খাতুন (৩৬) উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামের আব্দুল আলিম (৩৮)।

মঙ্গলবার বেলা ১১টার দিকে তাকে হত্যা করা হয় বলে কলারোয়া থানার ওসি নাসির উদ্দিন মৃধা জানান।

ওসি প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, সকালে স্বামী-স্ত্রীর পারিবারিক বিষয়ে ঝগড়া হয়। একপর্যায়ে আলিম দা দিয়ে নাজমার গলায় কোপ মারেন। এতে তার মাথা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি ঘটনাস্থলেই মারা যান।

হত্যাকাণ্ডের পর আলিম পালানোর চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে কাজিরহাট এলাকায় বাস থামিয়ে আলিমকে আটক করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।

স্থানীয় ইউয়িনন পরিষদ সদস্য শিমুল হোসেন জানান, আলিম ছিলেন নিহত নাজমার দ্বিতীয় স্বামী। প্রথম পক্ষে দুই ছেলে আর দ্বিতীয় পক্ষে পাঁচ বছরের একটি মেয়ে রয়েছে নাজমার।

নাজমার ছেলে বাবু সরদার বলেন, “সকালে বাবা-মা ঝগড়া করে। কী নিয়ে ঝগড়া হয় তা আমি জানি না। মা সকালে রান্না করেনি। পরে আমি রুটি কিনে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাই। মা তখন ঘরে শুয়ে ছিল। আমি বাইরে গিয়ে ফোন করলেও মা ধরেনি। বাড়ি ফিরে দেখি মাকে জবাই করে মেরে ফেলেছে বাবা।”