ধুনটের ওই ছাত্রলীগ নেতা আরেক স্কুলছাত্রীকে অপহরণের মামলারও আসামি।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গাংনী পৌর এলাকার থানাপাড়ার আস্থা ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে বলে গাংনী থানার ওসি মো. আব্দুর রাজ্জাক জানান।
মৃত কদর আলী (৪০) গাংনী থানাপাড়ার মৃত লাল্ডু মিয়ার ছেলে।
ইটভাটা শ্রমিকরা জানান, কদর আলী ইট তৈরি করার জন্য বালি সংগ্রহ করছিলেন। এ সময় একটি মাটিবোঝাই ট্রাক্টর পেছন থেকে ধাক্কা দিলে চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে সে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পরপরই ট্রাক্টরের চালক পালিয়ে যায়।
ওসি বলেন, কদর আলীর লাশ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যু নিয়ে কেউ কোন অভিযোগ করেনি।