ছাতকে নদীতে ডুবে দুই বোনের মৃত্যু

সুনামগঞ্জের ছাতকে নদীতে ডুবে দুই সহোদরা শিশু প্রাণ হারিয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2022, 04:40 PM
Updated : 7 March 2022, 04:40 PM

সোমবার দুপুরে ছৈলা আফজলাবাদ ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে।

এ দুই বোন হলো কৃষ্ণনগর গ্রামের নজরুল ইসলামের মেয়ে সুমাইয়া বেগম (৮) ও নাহিদা বেগম (৬)।

ছৈলা আফজলাবাদ ইউনিয়ন পরিষদ সদস্য জাহির আলী বলেন, সুমাইয়া বেগম দ্বিতীয় শ্রেণিতে ও নাহিদা বেগম প্রথম শ্রেণিতে পড়ত। সোমবার সকালে তারা গ্রামের স্কুলে যায়। দুপুরে স্কুল থেকে ফিরে পরিবারের লোকদের অগোচরে বাড়ির পাশের বটেরখাল নদীতে নামে।

“বেশ কিছুক্ষণ পর নদীতে তাদের ভাসতে দেখে এলাকাবাসী উদ্ধার করে। ততক্ষণে তারা দুজনই মারা যায়।”

পরে তিনি পুলিশকে খবর দিলে পুলিশ দুই শিশুর মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্থান্তর করেছে বলে জাহির জানান।

ছাতক থানার এএসআই শাহীন আলম বলেন, “পানিতে দুই বোনের মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। দুজনের মৃতদেহ উদ্ধার করার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে স্বজনদের কাছে হস্থান্তর করেছি।”

কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন বলেন, দুই বোন একসঙ্গে স্কুলে আসত। বড়টা কিছুটা বাকপ্রতিবন্ধী ছিল। ছোটটা ছিল খুবই চঞ্চল। সোমবার সকালে তারা একসঙ্গে স্কুলে এসে আবার দুপুরে চলেও গেছে।

“বিকালে তাদের একসঙ্গে পানিতে ডুবে মারা গেছে বলে জানতে পারি। ঘটনাটি পরিবার ও আমাদের জন্য কষ্টের।”

বিকালে দুজনের লাশ স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে।