কুড়িগ্রামে হরিজন পল্লিতে কিশোর খুনে মামলা, গ্রেপ্তার ১
কুড়িগ্রাম প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Mar 2022 08:32 PM BdST Updated: 07 Mar 2022 08:32 PM BdST
কুড়িগ্রাম শহরে হরিজন পল্লির বিয়ে বাড়িতে কিশোর রাহুল বাশফোর খুনের ঘটনায় মামলা হয়েছে; পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
নিহত রাহুল বাশফোরের বাবা প্রদীপ বাশফোর সোমবার দুপুরে সদর থানায় মামলা করেছেন। মামলায় পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও দুই জনকে আসামি করা হয়েছে।
বিকালে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ১ নম্বর আসামি বিজয় বাশফোরকে গ্রেপ্তার করেছে। বিজয় বাশফোর ওই হরিজন পল্লির জগদীশ বাশফোরের ছেলে।
কুড়িগ্রাম শহরের পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন হরিজন পল্লিতে সোমবার সকালে বিয়ে বাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে রাহুল বাশফোর (১৮) খুন হয়েছেন। রাহুল গাইবান্ধা শহরের কাচারীবাজার এলাকার প্রদীপ বাশফোরের ছেলে এবং এই বিয়ের বরের খালাতো ভাই।
মামলার নথি থেকে জানা যায়, কুড়িগ্রাম শহরের পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন হরিজন পল্লিতে সুমন হরিজনের মেয়ে অন্তরা রানী (১৬) বাশফোরের সাথে গাইবান্ধা জেলা সদরের কাচারীপাড়ার স্বপন বাশফোরের ছেলে রনি বাশফোরের বিয়ের আয়োজন চলছিল।
কুড়িগ্রাম হরিজন পল্লীতে বিয়ে বাড়িতে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে কন্যা বিদায়ের সময় উভয় পক্ষের লোকজন আনন্দ-উৎসব করছিল। এ সময় কথা কাটাকাটির জেরে রাহুল বাশফোর ছুরিকাঘাতে লুটিয়ে পড়েন। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ফলে ৩/৪ জন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে।
গাইবান্ধা জেলা হরিজন সম্প্রদায় কমিটির সভাপতি কীর্তন বাশফোর বলেন, রোববার তারা প্রায় দেড়শজন বরযাত্রী নিয়ে গাইবান্ধা থেকে কুড়িগ্রামে আসেন। রাতেই বিয়ে সম্পন্ন হয়। সোমবার কন্যা বিদায়ের সময় উভয়পক্ষের লোকজন নাচানাচি করছিল। এ সময় কিশোরদের মধ্যে কোনো কিছু বিষয় নিয়ে ঝগড়া বাধলে একটি কিশোর ছুরি নিয়ে এসে বরের খালাতো ভাই রাহুল বাশফোরের বাম বুকে আঘাত করে।
কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার বলেন, কিশোর নিহতের ঘটনায় দুপুরে একটি এজাহার দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত বিজয় বাশফোর নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
-
পঞ্চগড়ে ১৮ লাখ টাকায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাস করানোর চুক্তি
-
পদ্মা সেতুর নাট খোলা বাইজীদের জামিন নামঞ্জুর
-
‘ঈদ মৌসুমে এত কম সময়ে আসা যাবে, ভাবতেই পারিনি’
-
সাতক্ষীরায় স্কুলের গেট ভেঙে পড়ে শিশুর মৃত্যু
-
মোটরসাইকেল চালুর দাবিতে পদ্মা সেতুর টোল প্লাজায় মানববন্ধন
-
যশোরের সীমান্তে ১৮ কেজি রুপার অলংকার আটক
-
পঞ্চগড়ে চাহিদার দেড় গুণ পশু, বিক্রি নিয়ে শঙ্কা
-
মেয়াদোত্তীর্ণ টিকা দেওয়ার পর মরল ১৪০০ হাঁস
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- শাস্তি পেল বাংলাদেশ দল
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ
- ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের