রংপুরে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
রংপুর প্রতিনিধ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Mar 2022 08:11 PM BdST Updated: 07 Mar 2022 08:11 PM BdST
রংপুরের পীরগঞ্জে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে বাবাকে যাবজ্জীবন দিয়েছে আদালত।
রংপুরের নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩-এর বিচারক এম আলী আহমেদ সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন ছাড়াও আদালত তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তাকে আরও দুই মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
সাজাপ্রাপ্ত ৪৯ বছর বয়সী এই ব্যক্তি পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের বাসিন্দা; রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় ছিলেন।
মামলার বিবরণ অনুযায়ী, মালেক ২০১৮ সালের ৪ অগাস্ট রাতে বাড়িতে তার ষষ্ঠ শ্রেণি পড়ুয়া মেয়েকে ধর্ষণ করেন; ঘটনা কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখান। কিন্তু একাধিকবার ধর্ষণ করলে মেয়েটি তার মাকে বলে। মা তার বিরুদ্ধে ওই বছর ১৪ অগাস্ট থানায় মামলা করলে তদন্ত শেষে ২০১৯ সালের ১২ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেন তৎকালীন পীরগঞ্জ থানার এসআই দেবাশীষ কুমার রায়।
বাদীপক্ষের আইনজীবী কাজী মাহফুজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভাবী পরিবারের এই মেয়েটির পড়াশোনা বন্ধ হয়ে যায় ধর্ষণের শিকার হয়ে। পরে মা ও ভাইকে নিয়ে নানাবাড়িতে আশ্রয় নেয়। শেষে পোশাক কারখানায় কাজ নেয় মেয়েটি।
“এ অবস্থায় আমরা আসামির ফাঁসির আদেশ আশা করেছিলাম।”
তবে তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন কি না সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানান।
-
পৌনে ৩ কেজির ইলিশ, বিক্রি ৮ হাজার টাকায়
-
সিলেটে ট্রাক চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
-
নোয়াখালীতে বিআরটিসি বাস চালুর একদিনেই বন্ধ, প্রতিবাদে বিক্ষোভ
-
পৌনে ৩ কেজির ইলিশ, বিক্রি ৮ হাজার টাকায়
-
কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
-
প্রধানমন্ত্রী পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়া আসবেন সোমবার
-
‘কালো রংবাজ’, ‘বিন্দাস’, ‘মানিক বাহাদুর’ যাবে হাটে
-
গোপালগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- ‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড