বগুড়ায় জমির বিরোধে ছুরিকাঘাতে নারী নিহত

বগুড়ায় জমির ভাগবাটোয়ারা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে এক নারী নিহত হয়েছেন।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2022, 01:48 PM
Updated : 7 March 2022, 01:48 PM

সোমবার সকালে শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের নিয়ামতপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাসমত উল্লাহ জানান।

নিহত রেহেনা আক্তার মিলি (২৫) ওই গ্রামের বুলু মণ্ডলের মেয়ে। 

এ ঘটনায় নিহতের চাচাতো ভাই শামীম মন্ডল এবং তার স্ত্রী রুনা বেগমকে আটক করেছে পুলিশ। 

নিহতের প্রতিবেশী সামছুল শেখ বলেন, চাচাতো ভাই শামীমের সঙ্গে পুকুরের জমির ভাগবাটোয়ারা নিয়ে রেহেনা আক্তারের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। 

এর জের ধরে সোমবার সকালে দুই পরিবারের মধ্যে মারামারি শুরু হয় জানিয়ে সামছুল বলেন, এ সময় রেহেনা আক্তারকে উপর্যপুরি ছুরিকাঘাত ও মারধর করে প্রতিপক্ষরা। পরিবারের সদস্যরা রেহেনাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিদর্শক হাসমত উল্লাহ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।