কুড়িগ্রাম হরিজন পল্লীতে বিয়ে বাড়িতে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

কুড়িগ্রাম শহরের হরিজন পল্লীতে বিয়ের বাড়ির আনন্দ উৎসবের মধ্যে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2022, 06:43 AM
Updated : 7 March 2022, 06:43 AM

শহরের পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন হরিজন পল্লীতে সোমবার সকালে এ ঘটনা ঘটে বলে কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান।

নিহত রাহুল বাশফোর (১৮) গাইবান্ধা শহরের কাচারীবাজার এলাকার প্রদীপ বাশফোরের ছেলে।

কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম বলেন, “কুড়িগ্রাম শহরের পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন হরিজন পল্লীতে সুমন হরিজনের মেয়ে অন্তরা রানী বাশফোরের সঙ্গে (১৬) গাইবান্ধা জেলা সদরের কাচারীপাড়া এলাকার স্বপন বাশফোরের ছেলে রনি বাশফোরের বিয়ের আয়োজন চলছিল।

“সোমবার সকাল সাড়ে ৭টার দিকে কন্যা বিদায়ের সময় উভয় পক্ষের লোকজন আনন্দ-উৎসব করছিল। এ সময় কথা কাটাকাটির জেরে বর পক্ষের রাহুলকে নামের এক যুবককে ছুরিকাঘাত করা হয়।পরে তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা রাহুলকে মৃত ঘোষণা করেন।”

এ ঘটনার পর বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। এতে ৩/৪ জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে বলে জানান মেয়র।

গাইবান্ধা হরিজন সম্প্রদায় কমিটির সভাপতি কীর্তন বাশফোর জানান, তারা এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে জানিয়ে ওসি শাহরিয়ার বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।