ধুনটের ওই ছাত্রলীগ নেতা আরেক স্কুলছাত্রীকে অপহরণের মামলারও আসামি।
সোমবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার চুনাখালী কালভার্ট এলাকার আমতলী-পটুয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে আমতলী থানার ওসি এ কে এম মিজানুর রহমান জানান।
নিহতরা হলেন- উপজেলার কুকুয়া ইউনিয়নের পশ্চিম চুনাখালী গ্রামের আবুল কালামের স্ত্রী নূরজাহান বেগম (৪০) ও তার ছেলে মো. রাকিব (১৬)।
ওসি বলেন, “নূরজাহান বেগম তার ছেলে রাকিবকে নিয়ে হেঁটে খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্স সংলগ্ন এলাকায় ভাই কুদ্দুস পাহলানের বাড়ি যাচ্ছিলেন। পথে আমতলী-পটুয়াখালী সড়কে একটি ট্রাক ও পিকআপ ভ্যান একে অপরকে পাশ কাটানোর চেষ্টা করছিল।
দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যান রেখে চালক ও তার সহকারী পালিয়ে যায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, মা ও ছেলের লাশ এবং পিকআপ ভ্যানটি উদ্ধার করে আপাতত থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।