ফেনীতে কভার্ডভ্যান ভরতি সয়াবিন তেল আটক, গ্রেপ্তার ২

ফেনীতে সাড়ে আট হাজার লিটার সয়াবিন তেল ভরতি একটি কভার্ডভ্যানসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

নাজমুল হক শামীম ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2022, 05:51 PM
Updated : 6 March 2022, 05:51 PM

শনিবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী সদর উপজেলার বিসিক শিল্পনগরীর রাস্তার মাথা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. মেজবাহ্ উদ্দিন আহমেদ জানান।

এরা হলেন মো. শাহজাহান (৪১) ও মো. ইসমাইল (৩২)। শাহজাহান চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দৌলতপুরের হাসি মিয়ার ছেলে ও ইসমাইল কক্সবাজারের উখিয়া উপজেলার সিকদারবিল এলাকার নুর আহম্মদের ছেলে।

আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দ তেলসহ রোববার দুপুরে ফেনী মডেল থানায় হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ।

পরিদর্শক মেজবাহ্ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বিসিক শিল্পনগরীর রাস্তার মাথায় অভিযান চালায়। এ সময় একটি অবৈধ পণ্যবাহী কভার্ড ভ্যান আটকে তল্লাশি চালায়।

“ওই কভর্ড ভ্যান থেকে সরকারি অনুমোদনবিহীন বোতলজাত ৬০৪ কার্টন (৮ হাজার ৫৬৮ লিটার) সয়াবিন তেল পাওয়া যায়।“

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, “আটকরা জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে যে সয়াবিন তেলগুলো পার্শ্ববর্তী দেশ ভারতে পাচারের উদ্দেশ্যে কভার্ডভ্যানে করে নিয়ে যাচ্ছিল।”

পরিদর্শক মেজবাহ্ উদ্দিন আহমেদ জানান, জব্দ করা ৮ হাজার ৫৬৮ লিটার সয়াবিন তেলের বাজার মূল্য প্রায় ১৬ লাখ ৫৪ হাজার ২০ টাকা। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আটক তেলসহ ফেনী মডেল থানায় হস্তান্তর করেছে পুলিশ।