সাভারে আসবাবপত্র কারখানায় অগ্নিকাণ্ড

ঢাকার সাভারে আগুনে একটি আসবাবপত্র তৈরির কারখানা পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও শ্রমিকসহ কয়েকজন আহত হয়েছেন।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2022, 02:14 PM
Updated : 6 March 2022, 02:14 PM

রোববার বিকালে সাভারের রাজফুলবাড়িয়ার শোভাপুরে ‘নাভানা ফার্ণিচার’ কারখানায় এ অগ্নিকাণ্ড হয়।

সাভার ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী একাধিক শ্রমিক বলেন, ফার্নিচার তৈরি শেষে ভবনের দোতলায় রংয়ের কাজ করা হয়। সেখানে রাসায়নিকসহ বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ ছিল। বিকাল সাড়ে ৪টার দিকে হঠাৎ দোতলা থেকে আগুনের ধোঁয়া বের হতে থাকে। এ সময় কারখানায় কর্মরত শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।   

সাভার ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ পরিদর্শক মাহফুজুর রহমান বলেন, ফার্নিচার কারখানায় আগুনের খবর পেয়ে সাভার ট্যানারি ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কারখানার রাসায়নিকে আগুন লাগার কারণে দ্রুত আগুনের তীব্রতা বেড়ে যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মী ও শ্রমিকসহ অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানান তিনি।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে কিংবা আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে সর্ম্পকে কিছু জানা যায়নি।