বান্দরবানে ‘জেএসএস কর্মীকে’ গুলি করে অপহরণের অভিযোগ

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় এক ‘জেএসএসকর্মীকে’ গুলি করার পর অপহরণের অভিযোগ উঠেছে।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2022, 06:09 PM
Updated : 5 March 2022, 06:09 PM

উপজেলার তারাছা ইউনিয়নের বুইক্ষ্যং পাড়া থেকে শনিবার দুপুরে তাকে অপহরণ করা হয় বলে রোয়াংছড়ি থানার ওসি আব্দুল মান্নান জানান।

অপহৃত উনুমং মারমা বুইক্ষ্যংপাড়ার (নোয়াপাড়া) গংজ মারমার ছেলে। তিনি সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত চট্টগ্রাম জনসংহতি সমিতি দলের সক্রিয় কর্মী বলে স্থানীয়দের ভাষ্য।

ওসি স্থানীয়দের বরাতে বলেন, বেলা ১২টার দিকে বুইক্ষ্যংপাড়ায় দোকানে চা খাওয়ার সময় ২৫ থেকে ৩০ জনের সশস্ত্র দল উনুমং মারমাকে ধরতে গেলে ধস্থাধস্তি হয়। এ সময় উনুমং মারমা পালাতে চাইলে তাকে গুলি করা হয়।

“গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে কাপড়ে বেঁধে তাকে নিয়ে যায় অপহরণকারীরা।”

দলের সদস্যরা সবাই মারমা ভাষায় কথা বলেছেন জানিয়ে ওসি বলেন, “গুলিবিদ্ধ হওয়ার কথা স্থানীয়রা জানিয়েছেন। তবে উনুমং কেমন আছেন তা নিশ্চিত হওয়া যায়নি।”

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, “সশস্ত্র দলের সদস্যরা তাদের পোশাক পরিহিত ছিল। পোশাক পরিহিত দেখে তারা মগ লিবারেশন পার্টির সদস্য বলে ধারণা করছেন স্থানীয়রা।”