পটুয়াখালীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৩০
পটুয়াখালী প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Mar 2022 03:54 PM BdST Updated: 05 Mar 2022 03:54 PM BdST
দ্রব্যমূল্য উর্দ্ধগতির প্রতিবাদে পটুয়াখালীর দুমকিতে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার গ্রামীণ ব্যাংক সড়কে বিএনপির কার্যালয়ের সামনে এ সংঘর্ষের এক পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এ ঘটনায় পরস্পরকে দায়ি করছেন আওয়ামী লীগ ও বিএনপি ।
দুমকি উপজেলা বিএনপির আহ্বায়ক মো. খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা অতর্কিতে হামলা চালায়। তারা বিএনপির দলীয় অফিস ভাঙচুর করে। এ সময় তিনিসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।
আহতদের মধ্যে ১৭ জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৭ জনকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিএনপির একাধিক নেতা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রব্যমূল্যের ঊর্ধগতির প্রতিবাদে বিএনপির পূর্বনির্ধারিত বিক্ষোভ সমাবেশে যোগ দিতে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। একই সময় সারাদেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আওয়ামী যুবলীগের একটি বিক্ষোভ মিছিল ওই এলাকা অতিক্রম করার সময় বিএপির সমাবেশে হামলা চালায়। এক পর্যায়ে দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

দুমকি থানার ওসি আবদুস সালাম সাংবাদিকদের বলেন, বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষের মধ্যে দেলোয়ার হোসেন নামের তাদের এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তাকে বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে দুমকি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তুহিন সাংবাদিকদের জানান, সারাদেশে জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগের মিছিলে বিএনপির সন্ত্রাসীরা হামলা করলে দুপক্ষের মধ্যে সহিংসতা হয়।
-
পঞ্চগড়ে ১৮ লাখ টাকায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাস করানোর চুক্তি
-
স্কুলে পাঠদান: আশুলিয়ার সেই কলেজের অধ্যক্ষকে শোকজ
-
পদ্মা সেতুর নাট খোলা বাইজীদের জামিন নামঞ্জুর
-
‘ঈদ মৌসুমে এত কম সময়ে আসা যাবে, ভাবতেই পারিনি’
-
সাতক্ষীরায় স্কুলের গেট ভেঙে পড়ে শিশুর মৃত্যু
-
মোটরসাইকেল চালুর দাবিতে পদ্মা সেতুর টোল প্লাজায় মানববন্ধন
-
যশোরের সীমান্তে ১৮ কেজি রুপার অলংকার আটক
-
পঞ্চগড়ে চাহিদার দেড় গুণ পশু, বিক্রি নিয়ে শঙ্কা
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া