ঝালকাঠি শিল্পকলা একাডেমির সামনের সড়কে তার প্রাইভেটকার আটকে ভাঙচুর করা হয়; তাকে গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে মারধর করা হয়।
বৃহস্পতিবার রাতে মাধবদী শহরের অদূরে এক বিয়ের অনুষ্ঠানে এই হামলা হয় বলে মাধবদী থানার ওসি সৈয়দুজ্জামান জানান।
আহত পরিমল ঘোষ কেশব (৭০) মাধবদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।
তাকে নরসিংদী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি সৈয়দুজ্জামান জানান, মাধবদী শহরের পার্শ্ববর্তী ছোট মাধবদীতে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে একদল হামলাকারী।
এ সময় তার আর্তচিৎকারে লোকজন ছুটে গেলে হামরাকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলে পুলিশ জানিয়েছে।