রংপুরে ছিনতাই মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

চাঁদাবাজি ও ছিনতাইয়ের মামলায় রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2022, 05:36 PM
Updated : 3 March 2022, 05:36 PM

বুধবার রাতে নগরীর আলমনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর মহানগর হাকিম আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

মহানগর পুলিশের তাজহাট থানার ওসি আখতারুজ্জামান প্রধান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২২ ফেব্রুয়ারি রংপুর নগরীর আলমনগর খামার এলাকার ব্যবসায়ী নাজমুল সাকিব স্থানীয় একটি ব্যাংকের এটিএম বুথ থেকে ৫০ হাজার টাকা তোলেন। পরে পাশের দোকানে গিয়ে চা পান করছিলেন।

“এ সময় সিরাজুল ইসলাম রবিন কয়েকজন সহযোগীসহ সাকিবকে তুলে নিয়ে যান। এরপর রংপুর কারমাইকেল কলেজের পুকুর পাড়ে নিয়ে বেধড়ক মারধর করে সাকিবের কাছ থেকে ৫৪ হাজার টাকা ছিনিয়ে নেন।“

এ ঘটনায় সাকিব পরদিন তাজহাট থানায় ছিনতাই ও চাঁদাবাজির মামলা করেন বলে ওসি জানান।