৮ মণের ‘শাপলা পাতা’ মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

ঝালকাঠির রাজাপুর উপজেলায় আট মণ ওজনের একটি ‘শাপলা পাতা’ ধরা ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2022, 08:15 AM
Updated : 3 March 2022, 08:15 AM

বৃহস্পতিবার সকালে উপজেলার বাগড়ি হাটের ব্যবসায়ী মাইনুদ্দিনকে আটক করে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোক্তার হোসেন।   

তিনি বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমকে বলেন, “বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী, বিলুপ্তপ্রায় এ মাছ শিকার ও বাজারজাত করা দণ্ডনীয় অপরাধ। তাই মাছটি জব্দ করে ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।”

রাজাপুর উপজেলা প্রশাসন ও বন বিভাগ অভিযান চালিয়ে এ শাপলা পাতা মাছটি জব্দ করে। মাছটি জেলেদের কাছ থেকে কিনে বিক্রির জন্য বাজারে তুলেছিলেন ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া গ্রামের মাছ ব্যবসায়ী মাইনুদ্দিন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আরও বলেন, মাছটি উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।