বাগেরহাটের মোরেলগঞ্জে সিঁদ কেটে ঘরে ঢুকে স্বামী ও সন্তানকে বেঁধে রেখে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
Published : 02 Mar 2022, 10:31 PM
মঙ্গলবার গভীর রাতে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর জিলবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. আসাদুজ্জামান জানান, বুধবার রাতে ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করে ধর্ষণ ও ডাকাতির মামলা করেছেন।
এ ছাড়া বুধবার সন্ধ্যায় ওই গৃববধূকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আদনান হোসেন বলেন, “ধর্ষণের শিকার হয়েছেন উল্লেখ করে পুলিশ এক গৃহবধূকে হাসপাতালে এনেছে। আমরা তাকে গাইনি ওয়ার্ডে ভর্তি করে নিয়েছি। তার ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা চলছে।”
গৃহবধূর স্বামী অভিযোগ করেন, মঙ্গলবার রাতের খাবার খেয়ে স্ত্রী ও একমাত্র ছেলেকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে একদল দুর্বৃত্ত মাটির ঘরের সিঁদ কেটে ভেতরে ঢোকে।
“ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে আমাকে ও আমার কলেজেপড়ুয়া ছেলেকে দড়ি দিয়ে হাত পা বেঁধে ফেলে। পরে তারা আমার স্ত্রীকে ধর্ষণ করে।”
তারা চলে যাওয়ার সময় ঘরে থাকা নগদ পাঁচ হাজার টাকা, বেশ কিছু স্বর্ণের গহনা, মোবাইল ফোন সেট ও মালামাল লুট করে নিয়ে গেছে বলে তিনি জানান।
তারা চার জনের বেশি ছিল বলে এই গৃহকর্তার ভাষ্য।
পরিবারের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, মঙ্গলবার গভীর রাতে মোরেলগঞ্জের একটি বাড়িতে ধর্ষণ ও ডাকাতির ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। প্রাথমিকভাবে ওই বাড়িতে ধর্ষণ ও ডাকাতির ঘটনার সত্যতা মিলেছে।
“ধর্ষিতা ওই নারীকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা ও মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা চলছে।”
গৃহবধুর স্বামী বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ধর্ষণ ও ডাকাতির অভিযোগে একটি মামলা করেছেন; ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে, বলেন তিনি।