আগে নিরপেক্ষ সরকার, পরে নির্বাচন কমিশন: গয়েশ্বর
বরিশাল প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Mar 2022 08:06 PM BdST Updated: 01 Mar 2022 08:06 PM BdST
নতুন নির্বাচন কমিশন গঠনের সমালোচনা করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
দ্রব্যমূল্যের ‘ঊর্ধ্বগতি’ ও ‘দুর্নীতির’ প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বরিশাল মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশে তিনি বলেন, “আগে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার, এরপরে নির্বাচন কমিশন। যারা এই সরকারের নির্বাচন কমিশনকে বিশ্বাস করে, তাদের পাগলা গারদে চিকিৎসা করানো দরকার।”
সম্প্রতি সাবেক জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান এবং সাবেক জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও আনিছুর রহমানকে নির্বাচন কমিশনার (ইসি) হিসেবে আগামী পাঁচ বছরের জন্য নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
নগরীর সদর রোডে বিএনপি কার্যালয় চত্বরে আয়োজিত সমাবেশ শুরু হয় সকাল সাড়ে ১০টায়। ১১টার দিকে সমাবেশ স্থলে যান গয়েশ্বর চন্দ্র রায়।
সাড়ে ১১টার দিকে মঞ্চের সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে কয়েকজন নেতাকর্মীর মধ্যে কয়েকদফা ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় গয়েশ্বর চন্দ্র রায়সহ স্থানীয় নেতৃবৃন্দ তাদের নিবৃত করার চেষ্টা করেন। এই উত্তেজনা ছড়ায় সভাস্থলের অদূরে প্যারারা রোড পর্যন্ত।
পরিস্থিতি শান্ত হলে বক্তব্যে প্রধান অতিথি গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সারা বিশ্বে যখন তেলের দাম হ্রাস পাচ্ছে, তখন সরকার তেলের দাম বৃদ্ধি করেছে। বাড়িয়ে দেওয়া হয়েছে গ্যাসের দামও। এর প্রভাব পড়েছে সাধারণ মানুষের নিত্যদিনের জীবনযাত্রায়।
“সরকার পদ্মা সেতু, বিদ্যুৎ কেন্দ্রসহ সকল মেগা প্রকল্প থেকে লুটপাট করে টাকা বিদেশে পাচার করেছে; যার খেসারত দিতে হচ্ছে সাধারণ জনগণকে।”
‘সরকার পরিচালিত একটি সিন্ডিকেট’ বাজারে কারসাজি করছে বলে অভিযোগ এই বিএনপি নেতার।
মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু, বরিশাল জেলা বিএনপির আহ্ববায়ক মজিবর রহমান নান্টু প্রমুখ।
এর আগে বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। বিশৃঙ্খলা রোধে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের তৎপর ছিলো সমবেশ স্থল ও আশেপাশের এলাকায়।
-
খুলনা-ঢাকা রুটের ট্রেনে যাত্রী কমেছে, ঈদে নেই বিশেষ ট্রেন
-
বরিশালে স্বেচ্ছাসেবক লীগ নেতার দুই হাতের রগ কর্তন
-
উৎপলের ভাইদের এখন আশুলিয়ায় ফিরতেও ভয়
-
খুলে গেল নলকা সেতুর দ্বিতীয় লেইনও
-
দিনাজপুরে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১৪ লাখ টাকা চুরি
-
পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ারে এবার পিকআপের ধাক্কা
-
আশুলিয়ায় পোশাকশ্রমিককে ‘রড দিয়ে পিটিয়ে হত্যা’
-
ফরিদপুরে ‘স্বামীকে বেঁধে ইউপি সদস্যকে দলবেঁধে ধর্ষণ’
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার