কুড়িগ্রাম-রমনা রেলপথে কমিউটার ট্রেন

কুড়িগ্রাম-রমনা রেলপথে কমিউটার ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলপথ কর্তৃপক্ষ।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2022, 06:36 PM
Updated : 28 Feb 2022, 06:36 PM

মঙ্গলবার থেকে এই ট্রেন চলাচল করতে বলে বাংলাদেশ রেলওয়ের লালমানিরহাট ডিভিশনাল ট্রাফিক সুপারিটেনডেন্ট খালিদুন নেছা জানান।

দুই বছর আগে ২০২০ সালের মার্চে এই রেলপথে জেলায় চলাচলকারী রমনা লোকাল ট্রেনটি বন্ধ হয়ে যায়।

খালিদুন নেছা বলেন, “মার্চের প্রথম সপ্তাহ থেকে আমরা রমনা রেলপথে কমিউটার ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছি। তবে এখনও পুরো সিডিউল চূড়ান্ত হয়নি। সবকিছুই এখনও পর্যালোচনার পর্যায়ে রয়েছে। আমাদের বিভিন্ন বিভাগের মধ্যে পর্যালোচনা ও সমন্বয় করেই কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন।”

এছাড়াও কুড়িগ্রাম-রমনা রেলপথে ট্রেন চালুর পর পর্যায়ক্রমে ওই রেলপথটির সংস্কারও করা হবে বলে জানান এই কর্মকর্তা।

পরপর কয়েক দফা বন্যায় চিলমারীতে রেল সড়কের ক্ষতি ও করোনার প্রাদুর্ভাবের কারণে সারাদেশের মতো কুড়িগ্রামে চলাচলকারী একমাত্র ‘রমনা’ লোকাল ট্রেনটি বন্ধ করা হয় ২০২০ সালের মার্চ মাসে।

পরে পর্যায়ক্রমে সারাদেশে বন্ধ হয়ে যাওয়া ট্রেনগুলো পুনরায় চালু করা হলেও রমনা লোকাল ট্রেনটি আর চালু করা হয়নি। এ নিয়ে জেলাবাসীর আন্দোলনের মুখে রেলওয়ে কর্তৃপক্ষ লোকোমাস্টার, ইঞ্জিন স্বল্পতা ও জনবল সংকটের অজুহাতে গত দুই বছর ধরে ট্রেন চলাচল বন্ধ রাখে।

তবে রেল কর্তৃপক্ষ আপাতত কমিউটার ট্রেন চালুর উদ্যোগ নিলেও সহসাই রমনা লোকাল ট্রেন চালু হচ্ছে না বলে জানিয়েছে।

রেলপথ কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন চালু হওয়া কমিউটার ট্রেনটি বিকালে লালমনিরহাট থেকে কাউনিয়া হয়ে কুড়িগ্রামে প্রবেশ করবে। এরপর কুড়িগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীদের কাউনিয়া নিয়ে যাবে; সেখান থেকে পুনরায় কুড়িগ্রাম হয়ে চিলমারীর রমনায় গিয়ে থামবে।

এরপর সকালে রমনা রেলস্টেশন থেকে কমিউটার ট্রেনটি কুড়িগ্রাম হয়ে কাউনিয়া দিয়ে রংপুর গিয়ে পৌঁছবে।