বগুড়া বই মেলার সমাপনী পুন্ড্র সম্মাননায়

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়ায় আয়োজিত আট দিনব্যাপী বইমেলা শেষ হয়েছে।  

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2022, 06:09 PM
Updated : 28 Feb 2022, 06:09 PM

সোমবার পুন্ড্র পদক প্রদানের মধ্য দিয়ে মেলা শেষ হয়।

বগুড়া শহীদ মিনার প্রাঙ্গণ ঘিরে ২১ ফেব্রুয়ারি বইমেলা শুরু হয়। মেলায় ৬০টি স্টল ছিল। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলেছে মেলা।

সমাপনী অনুষ্ঠানে কণ্ঠশিল্পী শওকত হায়াত খান ও চিকিৎসক সামির হোসেন মিশুর হাতে পুন্ড্র পদক তুলে দেওয়া হয়।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি তৌফিক হাসান ময়নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক।

স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আবু সাঈদ, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, সাংবাদিক ফরহাদ শাহী প্রমুখ।

বগুড়ার সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত এই মেলায় পুলিশ ও জেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করেছে।

মেলায় বইয়ের দোকান ছাড়াও প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা হয়েছে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সঙ্গীত, নাটক, আবৃত্তি পরিবেশন করছে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বপ্নচূড়া শিল্পী গোষ্ঠী, শেরপুর থিয়েটার, স্বপন রাঙা খেলাঘর আসর, করতোয়া নাট্যগোষ্ঠী, আমরা কজন শিল্পী গোষ্ঠী, পাঠকপণ্য পাঠশালা, নন্দন শিল্পী গোষ্ঠী, ত্রিতাল, কদমতলী ঐকতান সাংস্কৃতিক সংসদ, বন্ধন শিল্পী গোষ্ঠী, রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, বগুড়া থিয়েটার, নবগীতি, বুলবুল নৃত্যকলা, মন্দিরা সাংস্কৃতিক পরিষদ, সুরের ছোঁয়া সঙ্গীত নিকেতন, নান্দনিক নাট্যদল, নন্দন শিল্পী গোষ্ঠী অংশগ্রহণ করেছে।

বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক এইচ আলীম জানান, বই মেলা ছিল উৎসবমখর। প্রায় ত্রিশ বছর হলো বগুড়ার একুশের বই মেলা সবার প্রাণ কেড়েছে। মেলায় সাংস্কৃতিক সংগঠনের প্রতিদিনের অনুষ্ঠান মানুষকে উজ্জীবিত করেছে।