সুনামগঞ্জে ‘পুলিশের নির্যাতনে মৃত্যু’: ২ এসআইয়ের বিরুদ্ধে মামলার আবেদন

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ‘পুলিশের নির্যাতনে’ উজির মিয়ার মৃত্যুর ঘটনায় দুই এসআইয়ের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2022, 01:27 PM
Updated : 28 Feb 2022, 01:27 PM

সোমবার দুপুরে উজিরের ছোট ভাই ডালিম মিয়ার পক্ষে আইনজীবী প্রদীপ কুমার নাগ শান্তিগঞ্জ থানার এসআই দেবাশীষ এবং এসআই আলাউদ্দীনের বিরুদ্ধে আদালতে এই আবেদন করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে বুধবার শুনানির দিন ঠিক করেছে বলে জানিয়েছেন সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের পিপি খায়রুল কবীর রোমেন।

গত ২৩ ফেব্রুয়ারি এসআই দেবাশীষ সূত্রধরকে শান্তিগঞ্জ থানা থেকে দিরাই থানায় বদলি করা হয়। সেখান থেকে শনিবার রাতে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে সুনামগঞ্জ পুলিশলাইনে নিয়ে যাওয়া হয়।

গত ৯ ফেব্রুয়ারি শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাঘেরকোণা গ্রামের ৪০ বছর বয়সী উজির মিয়াকে গরু চুরির মামলায় আটক করে পুলিশ। পরদিন আদালত থেকে জামিন পেয়ে তিনি পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ তোলেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি। ২১ ফেব্রুয়ারি তার মৃত্যু হয়।