লালমনিরহাটে সার্কাসের হাতির হামলায় একজন আহত

লালমনিরহাট শহরে পুনাক শিল্প ও পণ্যমেলায় সার্কাসের হাতি রশি ছিঁড়ে বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে; যাতে একজন আহত হয়েছেন।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2022, 12:53 PM
Updated : 28 Feb 2022, 12:53 PM

আহত আফসার হোসেন (৩৫) শহরের একটি রেস্তোরাঁর কর্মচারী। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় রয়েছেন।

জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির আয়োজনে পুনাক শিল্প ও পণ্যমেলায় হাতির এই সার্কাস চলছে।

মেলা কমিটির পরিচালক সাগর মিয়া জানান, সোমবার বেলা ১১টার দিকে হাতিটি হঠাৎ করে রশি ছিঁড়ে পালায়। পরে কয়েক ঘণ্টার চেষ্টায় তাকে লালমনিরহাট রেলস্টেশনের পাশে পুকুরে নামিয়ে নিয়ন্ত্রণে আনা হয়।

হাতি নিয়ন্ত্রণে পুলিশ, ফায়ার সার্ভিসকর্মী ও মেলা কমিটির লোকজন অংশ নেন।

মেলা এলাকার রেস্তোরাঁ মালিক মজিবর রহমান ব্যাপারি বলেন, সকালে দোকানে বেচাকেনা চলার সময় হঠাৎ করে হাতিটি ছুটে আসে।

“রেস্তোরাঁয় হামলা চালিয়ে ভাংচুর করে। জিনিসপত্র নষ্ট করে। দোকানের কর্মচারী আফসার লাফ দিয়ে পালানোর সময় আহত হন।”

মেলা কমিটির কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।

একই অবস্থা রিপন নামে আরেক ব্যবসায়ীর।

তিনি বলেন, “আমি কিছু বুঝে ওঠার আগেই হাতি এসে দোকান ভেঙে ফেলে। আমি ক্ষতিপূরণ চাই।”

কারও ক্ষতি হয়ে থাকলে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন মেলা কমিটির পরিচালক সাগর মিয়া।

হামলা সম্পর্কে হাতির মাউথ মজিবর রহমান বলেন, “হাতিটি পুরুষ। বেশ কিছুদিন ধরে সঙ্গীহীন থাকায় পাগলামি করছে।”