পঞ্চগড়ে ৪০ ঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার

পঞ্চগড়ে পরিবহন শ্রমিকদের দুই সংগঠনের বিরোধের জেরে ৪০ ঘণ্টা সড়ক অবরোধের পর তা প্রত্যাহার করা হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2022, 03:50 PM
Updated : 27 Feb 2022, 03:50 PM

শুক্রবার রাতে ডাকা এ অবরোধ রোববার বিকাল পর্যন্ত অব্যাহত ছিল।

জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের পূর্ব ঘোষিত নির্বাচন বন্ধ হওয়ার পর শুক্রবার রাতে এই অবরোধ কর্মসূচি শুরু করে তারা।

এই ইউনিয়নের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, ট্রাক-লরি-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের দায়ের করা মামলায় আদালত নির্বাচন স্থগিত করেছে বলে একজন আইনজীবী তার প্যাডে লিখে একটি চিঠি দেন। এরপর নির্বাচন বন্ধ করে দেওয়া হয়।

আমিনুল বলেন, এরপর ক্ষুব্ধ শ্রমিকরা অবরোধের ডাক দেন এবং তারা সড়ক নেমে অবরোধ শুরু করেন। পরে এই আইজীবী তাদের মামলা নিষ্পত্তি করে দেওয়ার আশ্বাস দিলে ৪০ ঘণ্টা পর রোববার বিকাল ৩টা থেকে অবরোধ প্রত্যাহার করা হয়।

অবরোধ প্রত্যাহারের পর জেলার সব রুটে যান চলাচল শুরু হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী।

তিনি বলেন, কয়েক দফা আলোচনা করে অবরোধ প্রত্যাহারে তাদের রাজি করানো গেছে। যান চলাচল শুরু হওয়ায় পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়েছে।