পঞ্চগড়ে ২০ ঘণ্টা ধরে সড়ক অবরোধ, দুর্ভোগ চরমে

পঞ্চগড়ে পরিবহন শ্রমিকদের দুই সংগঠনের বিরোধের জেরে সড়ক অবরোধে প্রায় ২০ ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ রয়েছে; যাতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2022, 01:24 PM
Updated : 26 Feb 2022, 01:24 PM

নির্বাচনের দাবি মেনে না নেওয়ায় জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন শুক্রবার রাতে এই অবরোধ কর্মসূচি শুরু করে।

ইউনিয়নের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, ট্রাক-লরি-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের দায়ের করা মামলায় আদালত নির্বাচন স্থগিত রাখার আদেশ দিলে তারা সড়ক অবরোধে যান।

শনিবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত অবরোধ চলমান রয়েছে।

আমিনুল বলেন, যতক্ষণ পর্যন্ত নির্বাচনের দাবি মেনে নেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত অবরোধ চালাবেন তারা।

অপরদিকে ট্রাক-লরি-কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জসিদুল ইসলাম জসিম বলেন, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের গঠনতন্ত্র অবৈধ। এ নিয়ে মামলা করলে আদালত গঠনতন্ত্র সংশোধনের আদেশ দেয়।

নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট জানান, দুই সংগঠনের বিরোধের কারণে উচ্চ আদালতে মামলা হয়। উচ্চ আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নির্বাচন স্থগিত করা হয়েছে।

এদিকে সড়কের ওপর এলোপাতাড়ি বাস-ট্রাক রাখায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হয় সাবইকে।

নাবিল এন্টারপ্রাইজের ইউসুফ আলী বলেন, সন্ধ্যায় গাড়ি গেলেও মধ্যরাতে সড়ক অবরোধ থাকায় কোনো গাড়ি ঢাকা যেতে পারেনি।

এছাড়া অবরোধ কখন তুলে নেওয়া হবে তা জানেন না বলে জানান ইউসুফ।

আলাল চুলাঘরের শফিকুল আলম বলেন, অবরোধের কারণে শনিবার সকাল থেকে গ্রাহকের বাড়িতে গ্যাস সিলিন্ডার সরবরাহ বন্ধ রয়েছে।

“গ্রাহকদের সঙ্গে আমরাও বিপাকে পড়েছি।”

গ্যাস না থাকায় সকাল থেকে বাসায় রান্না হয়নি বলে জানান ইসলামবাগ মহল্লার আসমা বেগম নামের এক গৃহবধূ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী।